
কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম শহিদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। কেন্দ্রের সিদ্ধান্ত মেনে ওই আসনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহকে সমর্থন দেন তিনি।
রোববার রাতে প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি।